শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন


বাংলাদেশের সুপার ফোরের ম্যাচ সময়সূচি

বাংলাদেশের সুপার ফোরের ম্যাচ সময়সূচি


শেয়ার বোতাম এখানে

খেলাধুলা ডেস্ক:

আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েই নেট রান রেটের হিসাবে গ্রুপে সবার আগে সুপার ফোর খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

তিন দল ইতোমধ্যেই চূড়ান্ত হলেও চতুর্থ দল হিসেবে জায়গা হচ্ছে কাদের সেটি জানা যাবে আজ মঙ্গলবার শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের ফল দেখে।

পয়েন্টের মারপ্যাঁচে শেষ চারে নাম লেখানোর দৌড়ে লঙ্কানরা এক ধাপ এগিয়ে থাকলেও সম্ভাবনা রয়েছে আফগানদের সামনেও। লঙ্কানদের বড় ব্যবধানে হারাতে পারলে তখন আফগানরা উঠে যাবে শেষ চারে।

যদিও কাগজ কলমের হিসাবে জয়ের ক্ষেত্রে বেশ এগিয়েই শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ওয়ানডেতে ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এরমধ্যে ৬টিতে জিতেছে লংকানরা এবং ৩টিতে জয় আছে আফগানিস্তানের। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

কিন্তু আফগানদেরও পিছিয়ে রাখার জো নেই। তাই কে হবে সুপার ফোরে বাংলাদেশের সহযাত্রী সেটি আগে থেকে বলাটা কিছুটা মুশকিল।

এদিকে এবারের এশিয়া কাপে সুপার ফোরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চার দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। যেখানে ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার ফোরের মিশন।

পাকিস্তানের বিপক্ষে শেষ চারের প্রথম ম্যাচে লড়বে টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান এই দুই দলের একদলের বিপক্ষে।

ম্যাচটি হবে ৯ সেপ্টেম্বর হাম্বানটোটায়। আর সাকিব বাহিনীর সুপার ফোরে শেষ ম্যাচ হবে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর। এটি হবে হাম্বানটোটায়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin