সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন


বিল্ডিং কোড না মানায় নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করলেন মেয়র আরিফ

বিল্ডিং কোড না মানায় নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করলেন মেয়র আরিফ


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট :

বিল্ডিং কোড অমান্য করায় কাজলশাহ এলাকার নির্মানাধিন একটি ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে এ অভিযান চালান মেয়র আরিফ। এসময় তিনি ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিল্ডিং কোড না মেনে স্থাপনা নির্মান পরিকল্পিত নগর গড়ার অন্তরায়। এ অঞ্চলের প্রাকৃতিক গঠন আর ভৌগলিক অবস্থানের কারণে ভুমিকম্পের ‘রেড জোন’ হিসেবে পরিচিত। এর জন্য আমাদের বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। সবাইকে সরকার নির্দেশিত ‘বিল্ডিং কোড’ মেনে স্থাপনা নির্মান করতে হবে।

বিল্ডিং কোড অনুযায়ী স্থাপনার সামনে খোলা স্থান ও সীমানা প্রাচীর থেকে প্রয়োজনীয় পরিমান জায়গা রেখে স্থাপনা নির্মান করতে নগরবাসির প্রতি আহবানও জানান সিসিক মেয়র।

এর আগে সিটি করপোরেশনের ৩ ওয়ার্ডের ছোট-বড় ছড়া/খালের অবৈধ দখল উচ্ছেদ ও সংরক্ষনের কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এ লায়েক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী ও সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin