শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন


বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ


শেয়ার বোতাম এখানে

খেলা ডেস্ক : 
১৯৯৯ বিশ্বকাপের আয়োজক ছিলো ইংল্যান্ড। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের পক্ষে নয় আইসিসি। তবে ব্যতিক্রমী ভঙ্গিতে হলেও এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে আজ বুধবার।
বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী এই অনুষ্ঠান হবে বাকিংহাম প্যালেসের সামনে ‘দ্য মল’ এ।
ব্রিটিশদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত লন্ডনের ‘দ্য মল’ নামক স্থানটি । সাধারণত বড় অনুষ্ঠানের জন্য এই স্থানকে বেছে নেয় তারা। তাই এবারের আয়োজকদের পছন্দ এই জায়গাটিকে।
পার্টি স্টাইলের এই অনুষ্ঠান স্থায়ী হবে প্রায় এক ঘণ্টা। যার ব্যাকড্রপ হিসেবে থাকবে বাকিংহামের প্যালেস।
আইসিসি জানিয়েছে, এবারের অনুষ্ঠানটি হবে বেশ জমকালো। তাতে অংশ নিতে পারবেন ৪ হাজার দর্শক। তবে এতে অংশ নিচ্ছে না অংশগ্রহণকারী দলের কেউ। অনুষ্ঠানটি টিভিতেও সম্প্রচার করা হবে, দেখা যাবে আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মেও।
১৯৯৯ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভুতুড়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ভাষণ দিতে গেলেও মাইক্রোফোনের ত্রুটির কারণে তা শুনতে পায়নি কেউ। এমনকি সেই দিনে অঝোড় ধারায় বৃষ্টিও প্রভাব ফেলেছিল।
আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আগামীকাল। ৩০ মে ওভালে প্রথম দিন মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin