শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন


বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদীতীরে নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলা সদরের পুরান বাজারে বাসিয়া নদীতীর দখল করে স্থানীয় জাহারগাঁও গ্রামের তশিল খানের ছেলে ইশতিয়াক আহমদ খান ও মোস্তাক আহমদ খান দালান ঘর নির্মাণ শুরু করেন। পরে অবৈধ এই স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন থেকে তাদের নোটিশ দেয়া হয়। নোটিশের পরেও তারা গোপনে কাজ চালু রাখায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা বলেন, নদীতীরের দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা চলাকালীন অবস্থায় নতুন করে স্থাপনা নির্মাণ শুরু করায় তা উচ্ছেদ করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin