শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন


বিশ্বনাথে স্কুলছাত্র হত্যা: আরও ৪ আসামি কারাগারে

বিশ্বনাথে স্কুলছাত্র হত্যা: আরও ৪ আসামি কারাগারে


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলার আরও ৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।আদালতে আত্মসমর্পণ করার পর রোববার (২৪ অক্টোবর) সিলেটের ৩ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হামিক মো. আলমগীর হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- মামলার প্রধান আসামি সাইফুল আলমের দুই ভাই সদর আলম (৩৯) ও নজরুল আলম(৩৭)।

অন্য দুজন হলেন- উপজেলার চৈতন-নগর গ্রামের মৃত মনোহর আলীর ছেলে সিরাজ উদ্দিন (৪৩) ও মৃত আব্দুল লতিফের ছেলে আছকির আলী (৪৫)।এরআগে গত ১৫ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া সাইফুল আলমের সাথে ওই জন ৪ সপ্তাহের জামিন নিয়েছিলেন। কিন্তু ১২ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে হাজির না হয়ে পলাতক হয়ে যান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএসএম গফুর।

তিনি জানান, রোববার আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তি বলেন, ‘১০দিনের রিমান্ড আবেদনসহ মামলার প্রধান আসামি সাইফুল আলমকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, চলতি বছরের ১ মে চৈতন নগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে গেলে সাইফুল আলমকে বাধা দেওয়ায় তার গুলিতে স্কুল ছাত্র সুমেল মিয়া (১৮) নিহত হয়। ঘটনার পর ৩ মে ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin