শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন


বিশ্বনাথে ৬৩জন নন এমপিও শিক্ষক-কর্মচারি পেলেন প্রধানমন্ত্রীর চেক

বিশ্বনাথে ৬৩জন নন এমপিও শিক্ষক-কর্মচারি পেলেন প্রধানমন্ত্রীর চেক


শেয়ার বোতাম এখানে

সিলেটের বিশ্বনাথ উপজেলা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকালে বিশ্বনাথ উপজেলা বিআরডিবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬৩জন শিক্ষক-কর্মচারির মাঝে ২ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়। এতে প্রতিজন শিক্ষক ৫ হাজার টাকা ও কর্মচারি ২৫০০ টাকা করে পেয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার সমিরন কান্তি দে’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এসএম নুনু মিয়া বলেন, করোনা সংকটকালীন সময়ে প্রতিটি সেক্টরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ নিয়ে তাদেরকে সহযোগিতা করছেন। তারই ধারাবাহিকতায় নন-এমপিও শিক্ষক ও কর্মচারিরা যখন দীর্ঘদিন যাবৎ স্কুল কলেজ বন্ধ থাকায় বিপাকে আছেন তারা। তাদের কথা চিন্তা করেই বাংলার সফল নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের নন-এমপিও শিক্ষক ও কর্মচারিদের অনুদানের চেক দিচ্ছেন।বিজ্ঞপ্তি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin