শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন


বিয়ানীবাজারে আহত ডালিমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

বিয়ানীবাজারে আহত ডালিমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

বিয়ানীবাজারে ফুটবল খেলা নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জলঢুপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ফুটবলার ডালিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শুক্রবার রাতে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।

ফুটবলার ডালিম আহমদ উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ নিবাসী মরহুম আব্দুল মতলিব পুতুলের ছেলে।

এর আগে শুক্রবার বিকালে জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডালিমের অবস্থার অবনতি ঘটলে সংকটাপন্ন ডালিমকে ডাক্তাররা তাকে ঢাকায় প্রেরণ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে ডালিমের লাঞ্চ ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার শরীর থেকে প্রচু রক্তক্ষরণ হচ্ছে।

এদিকে, সংঘর্ষে আহত উভয়পক্ষের বাবর, মঞ্জুর, ফুটবলার জামাল ও কলিম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ডালিমসহ সকলের সুস্থতায় কামনা তাদের স্বজনরা সকলের নিকট দোয়া চেয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin