শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন


বৃক্ষ কর্তন: মামুন আনসারী

বৃক্ষ কর্তন: মামুন আনসারী


শেয়ার বোতাম এখানে

বৃক্ষ কর্তনে নিঃশেষ পরিবেশ
দেখার কর্তা থাকে ঘুমে,
উজাড় করিল সোনার বঙ্গদেশ
নাসিকা কর্ণ পদ চুমে।

কাটাকাটি চলে দিবানিশি হেথা
চৌর্যবৃত্তি বলি তাকে,
উজার করিল বনভূমি সেথা
তন্দ্রা তমসার ফাঁকে।

সাহেব ঘুমাল পালঙ্ক তুলিল
সময় পায় না আহারে!
নিঃশ্বাস হারায়ে অবশেষে বলিল
আছি মুই স্বল্প বিহারে।

উলটো প্রশ্নবানে জড়ালে আমাকে
উত্তর দিব ভাই কেমনে,
উদ্যান ধ্বংসিয়া সুড়সুড়ি তামাকে
দহন সহিলাম এ মনে।

ইচ্ছে পাখিরা বালিয়াড়ি গড়ে
সমুদ্রে গর্জন নাইরে,
জীবন কাটে নয় ছয় করে
কাকে জানাই মিঁয়া ভাইরে?


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin