শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন


মঙ্গলবার থেকে ভ্যাকসিন পাবেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

মঙ্গলবার থেকে ভ্যাকসিন পাবেন শাবিপ্রবির শিক্ষার্থীরা


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে করোনা টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ২’শ জনকে টিকা দেয়া হবে। তবে কোন টিকা দেয়া হবে তা এখনো নিশ্চিত করে বলতে পারেন নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার বিকালে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হবে। পরে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরকেও টিকার আওতায় আনা হবে। টিকা নিতে আসা শিক্ষার্থীদেরকে টিকা নিবন্ধনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, শিক্ষার্থীদেরকে টিকা দিতে মেডিকেল সেন্টারকে সম্পূর্ণরুপে প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষে শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হবে। যারা আগে আসবেন তারা আগে টিকা পাবেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin