শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন


মাতৃভূমি মোদের গর্ব

মাতৃভূমি মোদের গর্ব


শেয়ার বোতাম এখানে

-মইনুল হাসান আবির

পাহাড় ঘেরা, সবুজ-শ্যামল মোদের দেশটি
বাংলা মায়ে বর দিয়েছে সৌন্দর্যের বাতিঘর,
নদী-নালা,ঝরনার জলে সাজিয়েছে –
লাল-সবুজের শত ফুলের স্নিগ্ধ মায়ের তর।
মাছ-ভাত খেয়ে মোরা কাটাই সুখের বেলা,
গ্ৰামে গঞ্জে দেখা মিলে গানের সুরে পালা।
কৃষক খেতে জমি করে চাষ নেইকো-
তাহার মনে সন্ধ্যা নামার কৃষ্ণতান,
কৃষক আপন মনে জমির মাটে গেয়ে যায়-
লোক-সংগীত ও সুখ কপালির মধুর মধুর গান।
প্রভাতী পক্ষী গায় যে গান, মিষ্টি মধুর সুরে ,
সূর্য মামা উদিত হয় নতুন পুষ্পের ভোরে।
ভাটির গান গায় যে বাউল মনের সুখে-দুঃখে,
সংস্কৃতির প্রতীক গুলো গেঁথে রাখি বুকে।
রাখাল মাটে আপন মনে বাজায় বাঁশি,
পথিক ছুটে নিজ গন্তব্যে দিনশেষে সোনার হাসি।
বিশ্বময়ী সবুজ মা গো, তুমি মোদের মধুমিতা,
তাইতো লিখবো মোরা সবুজ-শ্যামলের কবিতা।
তরু কুঞ্জের খেচর গুলো কিচির-মিচির করে
কুসুম ফোটার প্রভাতী তপন সূর্যের আলোয় ভরে।
সবুজ ঘাসের শিঁশির শুভ্রে চুয়ে যায় স্পন্দন,
গাছের ডালে নবীন ফুলের ঘটে আগমন।
ছয় ঋতুতে দেশটি মোদের নেইকো তাহার দন্ধ,
শরৎ বলো,হেমন্ত বলো, সোন্দর্যের লীলায় মোরা মুগ্ধ।
মাতৃভূমি তুমি মোদের প্রভাতী ফুটন্ত কুসুম,
শিউলি,বকুল,জবা ফুলের বাগিচার আশ্রম।
পদ্মা, মেঘনা, যমুনা ঘিরে রয়েছে দ্বীপটি,
ইলিশ মাছে ও শাপলা ফুলে ভরেছে ঘাটি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin