শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন


মাধবপুরে কটন ও স্পিনিং মিলের কারখানার আগুন

মাধবপুরে কটন ও স্পিনিং মিলের কারখানার আগুন


শেয়ার বোতাম এখানে

কামরুজ্জামান আল রিয়াদ, হবিগঞ্জ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুরের ফায়ার সাভির্সের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে।
সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে। তবে তুলার বিশাল স্তুুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সারাদিন লেগে যেতে পারে বলে ধারণা করছেন তারা।

এছাড়া এ ঘটনায় বিপুল পরিমান আর্থিক ক্ষয়-ক্ষতি হবে বলেও জানিয়েছেন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তা নিরূপন করতে সময় লাগবে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল মোঃ রাফি জানান, আগুনের সুত্রপাত কি ভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin