শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন


মোগলাবাজারে অসহায় ও বেদে সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ কমিশনার

মোগলাবাজারে অসহায় ও বেদে সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ কমিশনার


শেয়ার বোতাম এখানে

দক্ষিণ সুরমা প্রতিনিধি :

করোনার সংক্রামন ঠেকাতে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। থমকে গেছে জীবন। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ঘরবন্দি লোকজন। এমন অবস্থায় দরিদ্র পরিবারের লোকজন পড়েছেন বিপাকে। তাদের সাহায্যার্থে ইতোমধ্যে সরকার থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনও এসময়ে এগিয়ে এসেছে আর্তমানবতার সেবায়।

এমনই সিলেটের মোগলাবাজারের অসহায় আর বেদে সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন মোগলাবাজার থানা পুলিশের সদস্যরা।

থানা পুলিশ সদস্যদের উদ্যোগে তহবিল গঠন করে অসহায়দের মাঝে তারা খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আজ বুধবার (০১এপ্রিল) থানা কম্পাউন্ডে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এসপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, উপ-কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, মোগলাবাজার থানার সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, অফিসার ইনচার্জ আখতার হোসেন প্রমুখ।

এ সময় পুলিশ কমিশনার সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করেন।

আর বলেন, আসুন সবাই সতর্ক হই, করোনা (COVID-19) সতর্কতা মেনে চলি। আতংক নয়, দরকার সচেতনতা ও সতর্কতা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin