শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন


রাশিয়ায় হামলাকারীদের একজনের পুলিশ হেফাজতে মৃত্যু!

রাশিয়ায় হামলাকারীদের একজনের পুলিশ হেফাজতে মৃত্যু!


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার ক্রোকাস সিটি হলে হামলাকারীদের মধ্যে পুলিশ হেফাজতে এক সন্দেহভাজন হামলাকারী প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে রাশিয়ান পাবলিক মনিটরিং কমিশনের (পিএমসি) সেক্রেটারি অ্যালেক্সি মেলনিকভ হামলাকারীর মৃত্যুর খবরটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। খবর তাসের।

তিনি বলেন, ২২ মার্চ রাশিয়ার ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন অপরাধীদের সম্পর্কে জানার জন্য নানা দিক থেকে ফোন আসছে। তবে আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি, তাদের অবস্থান ও মৃত্যুর বিষয়ে যেসব তথ্য শোনা যাচ্ছে তার সবগুলোই মিথ্যা।

মেলনিকভ বলেন, আমরা ওই সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে দেখা করবো এবং পিএমসির মানবাধিকারনীতি মেনে তাদের কাছ থেকে এ হামলার কারণ এবং জড়িতদের বিষয়ে তথ্য বের করার জন্য কাজ করবো।

প্রশঙ্গত, মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ২২ মার্চের হামলা ছিলো রাশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা।

ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ক্রোকাস সিটি হলে ঢুকে বন্দুকধারীদের হামলা চালানোর এই ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে।

 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin