শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:১০ অপরাহ্ন


রোমাঞ্চিত লন্ডনের সিলেটিরা, টাইগারদের ম্যাচের টিকিট শেষ

রোমাঞ্চিত লন্ডনের সিলেটিরা, টাইগারদের ম্যাচের টিকিট শেষ


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক
দুয়ারে কড়া নাড়ছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট। আসছে ৩০ মে থেকে শুরু হবে শিরোপার লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযানে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে ফুরিয়ে গেছে এ ম্যাচের টিকিট।
২ জুন বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় লন্ডনের কেনিংটন ওভালে গড়াবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেই লড়াই নিয়ে ইংল্যান্ডের রাজধানীতে বসবাসকারী বাংলাদেশির মধ্যে তুমুল রোমাঞ্চ বিরাজ করছে, যাদের অধিকাংশই সিলেটি। সবাই মাঠে গিয়ে খেলা উপভোগ করবেন। নিজের দেশকে সমর্থন দেবেন। যে কারণে ম্যাচটির টিকিট প্রায় শেষ হয়ে গেছে।
ওভালের দর্শক ধারণক্ষমতা ২৪ হাজার ৫০০ জন। আজ সোমবার (২৭ মে) সকাল পর্যন্ত টিকিট বাকি রয়েছে মাত্র ১১৬টি। অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যাবে। যদিও ম্যাচের এখনও ৬ দিন বাকি।
সাম্প্রতিক সময়ে মাশরাফি-সাকিবদের দুর্দান্ত পারফরম্যান্স সেসব প্রবাসীকে ভীষণ আশাবাদী করে তুলেছে। মূলত তাদের চাহিদার কারণেই ওই ম্যাচের টিকিট সংকট দেখা দিয়েছে।
শুধু বাংলাদেশি নয়, সম্প্রতি পারফরম্যান্সের কারণে বাংলাদেশের প্রতি ইংলিশ দর্শকদেরও দারুণ আগ্রহ তৈরি হয়েছে। প্রচুর টিকিট কিনেছেন তারা। আবার অনেক টিকিটি কেটেছেন প্রোটিয়া সমর্থকরাও। সঙ্গত কারণে ম্যাশ-প্লেসিস মহারণের টিকিট শেষ!
দেশের মাটিতে খেলা হলে গ্যালারিতে তিল ধারণের ঠাঁই থাকে না। তবে বিদেশে সেই সমর্থন পাওয়া যায় না। এবারের বিশ্বকাপে ব্যত্যয় ঘটছে। ক্রিকেটের বৈশ্বিক আসরটি ইংল্যান্ডে হওয়ায় বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। বিপুলসংখ্যক দর্শকের অকুণ্ঠ সমর্থন পাবেন টাইগাররা। এখন শুধু মাঠে দারুণ কিছু করে দেখানোর পালা। কারণ সমর্থকদের মুখে হাসি ফোটানোই দায়িত্ব তাদেরই।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin