শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন


লক্ষ দ্বীপের অন্তরালে : মামুন আনসারী

লক্ষ দ্বীপের অন্তরালে : মামুন আনসারী


শেয়ার বোতাম এখানে

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

এ কেমন জীবন পাড় করি আমি
কানি বকের মতো দাঁড়িয়ে থাকি
পুকুর পাড়ে জলের ধারে,
একটা পুঁটি মাছের হেতু!
কত অপেক্ষা-ধৈর্য-শিক্ষা; কত ক্ষুরধার দৃষ্টি–
আলতো পদে নিঃশব্দ চলাফেরা– সন্ধ্যাবধি।

একটা ঈগল হতে পারিনি
একটা শকুন হতে পারিনি
পারিনি ক্ষুদ্র মাছরাঙা হতে
পারিনি ডুব সাঁতারের কৃষ্ণ পানকৌড়ি হতে।
এ পাখিদের মত অমন দস্তরখানা–
কখন-কোথায়-কেমন করে পাতব বলো?

মৎসাশী হলেম বটে,
জৌলুসময় জলাশয় পেলাম কোথা!
বোয়াল চিতলে রুচি পাইনি কোনোদিন,
পাঙাশ ইলিশের কথা আত্মায় ধরেনা।
ক্ষুদ্রাদপি তপসে ডানকিনে চোখপোলানিতে,
কাটে অষ্টপ্রহর– মেটে আধার গ্রহণ!

সবাই পারে,
সবাই ওড়ে– সসীম থেকে অসীমে,
মেরু থেকে মেরুতে– হিম থেকে তপ্তে।
কিঞ্চিৎ দর্শনে আয়ুষ্কাল ফুরোয় মমপক্ষী,
দগ্ধ ডুবন্ত ঘর্ষিত ধর্ষিত–
লক্ষ দ্বীপের অন্তরালে।

মামুন আনসারী
জুবা, সাউথ সুদান


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin