শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন


শাবির ল্যাবে সুনামগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত

শাবির ল্যাবে সুনামগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
সুনামগঞ্জে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শুক্রবার (১২ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শনাক্তদের মধ্যে সদর উপজেলার ২ জন, দোয়ারাবাজারের ৩ জন, জগন্নাথপুরের ৫ জন, জামালগঞ্জের ৩ জন ও বিশ্বম্ভপুর উপজেলার ১ জন।

সবশেষ শুক্রবার (১২ জুন) সিলেটের ৪০ ও সুনামগঞ্জের ১৪ জন নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩, হবিগঞ্জে ২২৭ ও মৌলভীবাজার জেলায় ১৭৮ জন।

এদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩, হবিগঞ্জে ৩, সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।

অন্যদিকে সিলেট বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফেরা ৪৪৫ জনের মধ্যে সিলেট জেলায় ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৬ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin