শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন


শামসুদ্দিনে সিট নেই, ভর্তি বন্ধ

শামসুদ্দিনে সিট নেই, ভর্তি বন্ধ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সারা দেশের মতো সিলেটেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আক্রান্ত রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতালগুলো। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্থান সংকুলান হচ্ছে না হাসপাতালগুলোতে। সিলেটের করোনা ডেডিকেটেড একমাত্র সরকারি হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে সিট খালি না থাকায় আজ থেকে আর রোগী ভর্তি করা হবে না বলেও জানা গেছে। প্রায় একই রকম চিত্র বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটগুলোতেও।

ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে সবচেয়ে নাজুক অবস্থ্যয় রয়েছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। সংক্রমণের শুরু থেকেই সরকারিভাবে করোনা চিকিৎসায় ‘আইসোলেশন ইউনিট’ হিসেবে ব্যবহৃত হচ্ছে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এসে নানা সঙ্কটের মুখে পড়েছে হাসপাতালটি।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে- হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসকের অভাব। চিকিৎসক সঙ্কটের বিষয়টি জানিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। সমস্যা সাথে নিয়েই চলছে হাসপাতালের চিকিৎসা সেবা। হাসপাতালে এখন আর কোনো বেড খালি নেই বলে জানা গেছে। বুধবার হাসপাতালে করোনা রোগী ভর্তি ছিলেন ৮৭ জন। এরমধ্যে আইসিউতে ছিলেন ১২ জন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্তকুমার মহাপাত্র একাত্তরের কথাকে বলেন, হাসপাতালের রোগী ভর্তি করার মতো আর জায়গা নেই। তিনি জানান পরিস্থিতির উন্নতি না হলে আপাতত আর রোগী ভর্তি করা সম্ভব হবে না।

এদিকে, সিলেটের বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটের চিত্রও একই। সিলেট নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তির হার বেড়ে গেছে। গেলো মাসে যেখানে ভর্তির হার শূন্যে নেমে এসেছিলো এখন সেখানে ৮০/৯০ ভাগই সিটই খালি নেই। বুধবার মাউন্ট এডোরার করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৫ জন। এর মধ্যে একজনের মৃত্যুও হয়। মাউন্ট এডোরার ফ্লোর ইনচার্জ ফজলে রাব্বি একাত্তরের কথাকে বলেন, করোনা পরিস্থিতির প্রথম দিকের মতো এবারও একই অবস্থা। রোগী ভর্তির হার বাড়ছে জানিয়ে তিনি বলেন, রোগী ভর্তির হার বাড়লেও সুস্থতার হারও আশাব্যঞ্জক। তিনি বলেন, আগের বারের চেয়ে পরিস্থিতিটা এখন একটু ইতিবাচকই। এখন রোগী ভর্তি হলেও সুস্থ হচ্ছেন বেশি।

করোনা চিকিৎসার চিত্র কিছুটা ব্যতিক্রম নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রোগী ভর্তির হার বাড়লেও ভর্তি তুলনামূলক কমই। সংশ্লিষ্ট জানা গেছে, ৪০টি বেডের বিপরীতে বুধবার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৮ জন। হাসপাতালের পরিচালক ডা. নাজমুল ইসলাম বললেন তাদের হাসপাতালে রোগী ভর্তির হার আগের চেয়ে কিছুটা বেড়েছে, তবে তা আতঙ্কিত হওয়ার মতো নয়।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট বিভাগে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত সিলেট বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯১ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে। বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১২৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে শনাক্ত হওয়া ৬১ জন করোনা আক্রান্ত রোগীর ৩৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলায় ১২ জন ও মৌলভীবাজার জেলায় আরও ১১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও হবিগঞ্জ জেলায় কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৯১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৭০৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এরমধ্য দিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ১২৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯৭৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৩ জন।

সিলেট বিভাগে করোনায় মৃতদের মধ্যে এরমধ্যে সিলেট জেলার ২১৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২৪ জন। সিলেটের চার জেলা মিলে ১০৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৯৬ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে একজন, ২ জন সুনামগঞ্জে ও ৪ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin