শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


শামসুদ্দিন হাসপাতালে করোনায় আরও দুইজনের মৃত্যু

শামসুদ্দিন হাসপাতালে করোনায় আরও দুইজনের মৃত্যু


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরআগে শনিবার একদিনে সিলেটে করোনা আত্রান্ত হয়ে ৮ জন মারা যান। যা দেশে করোনা সংক্রম শুরুর পর সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

মৃতদের দু’জনই ৫০ ঊর্ধ্ব এবং তাদরে একজন পুরুষ ও একজন মহিলা। করোনায় মারা যাওয়া একজনের বাড়ি সিলেট জেলায় ও অন্য জনের বাড়ি হবিগঞ্জ জেলায়। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া পুরুষ করোনা আক্রান্ত ও মহিলার শরীরে ছিল করোনার উপসর্গ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১টার দিকে একজন ও সন্ধ্যা ৬টার দিকে আরেকজন মারা যান।

তিনি আরও জানান, বর্তমানে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৩ জন। এরমধ্যে ৪৭ জনের করোনা করোনায় আক্রান্ত আর ২৬ জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি আছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin