শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন


শায়েস্তাগঞ্জে এক ব্যতিক্রমী ছাত্রনেতা সোহাগ

শায়েস্তাগঞ্জে এক ব্যতিক্রমী ছাত্রনেতা সোহাগ


শেয়ার বোতাম এখানে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপে প্রায় সব মানুষ গৃহবন্দি। দেশজুড়ে অঘোষিত লকডাউনের পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্নবিত্তরা। তিন বেলা খাবার জুটাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। এমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন  শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুনুর রহমান সোহাগ। সোহাগ হবিগঞ্জ জেলা করোনা ভাইরাসের প্রতিরোধ সেচ্ছাসেবী টিমের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি।

খোজ নিয়ে জানা যায়, নিজ উদ্যোগে গত ৭ এপ্রিল থেকে প্রতিদিনই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি কর্মহীন, খেটে খাওয়া মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মানবিক এই ছাত্রনেতা।  এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে  অসহায় পরিবারকে সেমাই, চিনিসহ ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। দলীয় যেকোন স্বেচ্ছাসেবকের কাজে ও সোহাগ সবার আগেই এসে অংশগ্রহন করে।

গতকিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত জাছির মিয়া চিকিৎসার ব্যয়বার বহন করেন ছাত্রনেতা।  এ ব্যাপারে কথা হয়, মো; মামুনুর রহমান সোহাগের সাথে উনি বলেন,

মানুষ মানুষের জন্য, তাই একজন মানুষ হিসেবে অসহায়দের পাশে দাঁড়ানো আমার নৈতিক দ্বায়িত্ব বলে মনে করেছি। এভাবে আমার সামর্থ্য অনুযায়ী আরো কিছু মানুষের পাশে দাড়াবো, ইনশাআল্লাহ ।

সমাজের সকল বৃত্তবান ব্যক্তি গনকে এই বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় পরিস্থিতির শিকার অসহায়, শ্রমজীবী, কর্মহীন, মানুষের পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ করছি।।

জাতির এমন ক্রান্তিলগ্নে মানবতার উপস্থিতি সকল নেতা কর্মীদের মাঝে থাকা উচিত বলে মনে করেন তিনি। ছাত্রলীগের প্রতিটি কর্মী দেশের দুর্যোগকালীন মুহূর্তে প্রতিবারের ন্যায় এবারও এগিয়ে এসেছে, ভবিষ্যতেও থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin