শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন


শায়েস্তাগঞ্জে দোকানে দোকানে বৃত্ত একে দিলো সেনা বাহিনী

শায়েস্তাগঞ্জে দোকানে দোকানে বৃত্ত একে দিলো সেনা বাহিনী


শেয়ার বোতাম এখানে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার জন্য দোকানে দোকানে সামাজিক দুরত্বের বৃত্ত একে দিচ্ছে। এরই সাথে মাইকিং করে জনসাধারন কে সচেতন করছে তারা। মাইকিং এর পাশাপাশি বিভিন্ন স্লোগান লেখা প্লে কার্ড হাতে নিয়ে র্যালিও করেছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের কেশবপুর বাজার, অলিপুর, নুরপুর ইউনিয়নের সুতাং বাজার, বাছিরগঞ্জ বাজার, ও শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজারে র্য্যালী ও মাইকিং করে।

সেনা বাহিনীর ক্যাপ্টেন মো আসিফ ইকবাল এর নেতৃত্বে মুদিমাল, কাচামাল ও ঔষধের দোকানের সামনে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বৃত্ত একে দেয়া হয়।

এ সময় সেনা বাহিনীর সাথে ছিলেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল রেজা।

বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড হাতে নিয়ে তারা র্য্যালী করার পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারনকে মাইকিং এর মাধ্যমে সর্তক করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin