শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন


শায়েস্তাগঞ্জে ভোক্তাধিকার আইনে তিন প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জে ভোক্তাধিকার আইনে তিন প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তাধিকার আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠান কে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম ও ভোক্তাধিকার অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা পৌর এলাকার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে ভোক্তাধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় সাবাসপুরের রিফাত বেকারি কে ৩০ হাজার টাকা, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একই এলাকার কালাম চানাচুর ফ্যাক্টরি কে ৪২,৪৩,৫০ ধারায় ৩০ হাজার টাকা ও বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সাভির্সের লাইসেন্স না থাকায় পুরানবাজারের গ্যাস সিলেন্ডার বিক্রেতা ফরহাদ স্টোর কে ৫২ ধারায় ৪০ হাজার টাকা জরিমনা করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ভোক্তাধিকার আইন লঙ্ঘন করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যহৃত থাকবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin