শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন


শ্রীমঙ্গল রেসোর্টে একরাত

শ্রীমঙ্গল রেসোর্টে একরাত


শেয়ার বোতাম এখানে

বাদল মেহেদী: 

দীর্ঘ ভ্রমণ শেষে এবার বিশ্রাম চাই
বন্যাপ্লাবিত সিলেটের জাফলং থেকে শ্রীমঙ্গল
কখনো পেয়েছি মসৃণ সড়ক, কখনো প্লাবিতভূমি
তবুও যেতে হবে খুঁজে খুঁজে দেখে নেবো
পাহাড়ি লালাখাল, স্বদেশের জিরোপয়েন্ট
আসবো চুমি।

মাধবকুণ্ড এসে দেখা পাই সুউচ্চ জলপ্রপাত
পাথরের গায়ে আছড়ে পড়া ফেনিল জলরাশির
সে এক মহাউল­াস।

আমাদের গাড়ি ছুটে চলে এবড়োখেবড়ো পথে
বন্যাবিধ্বস্ত সড়ক চ্যালেঞ্জের মুখোমুখি
গাড়ি যদি চলে নিয়ে নেবো যত থাক ঝুঁকি
লাউয়াছড়ার গহীন বন সেও পার হতে হয়
সন্ধ্যা উত্তীর্ণ প্রায়, গা ছমছম করে
অন্তরে জেগে ওঠে ডাকাতের ভয়।

শেষপর্যন্ত পৌঁছে গেলাম প্রত্যাশার রিসোর্টে
যদিও ভিআইপি নই তবুও মনে হলো
এ রিসোর্ট অপেক্ষায় আছে আমাদের জন্যই।।

রাতের নিস্তব্ধতা ভেঙে আমরা ক’জন
কথা আর সরগোলে ভরে তুলি রিসোর্ট প্রাঙ্গণ
ঘুমঘুম পৃথিবী – ঘুমে ভরা চোখ
স্বপ্নের দ্বার খোলে শ্রীমঙ্গল রিসোর্ট।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin