শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন


সিলেটের মুখ্য বিচারিক হাকিম করোনায় আক্রান্ত

সিলেটের মুখ্য বিচারিক হাকিম করোনায় আক্রান্ত


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেটের মুখ্য বিচারিক হাকিম করোনায় আক্রান্ত
সিলেটের মুখ্য বিচারিক হাকিম কাউছার আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২০ জুলাই) তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্য বিচারিক হাকিম আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপঙ্কর পাল।

তিনি জানান, করোনাভাইরাসকালীন সিলেটের মুখ্য বিচারিক হাকিম কাউছার আহমেদ নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। গত তিনদিন ধরে তিনি সর্দি ও কাশিতে ভুগছেন।

করোনার উপসর্গ শরীরে দেখা দেওয়ায় শনিবার (১৮ জুলাই) সিলেট সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। আর সোমবার (২০ জুলাই) জানানো হয় মুখ্য বিচারিক হাকিম কাউছার আহমেদের করোনাভাইরাস পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে।

এর আগে, সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসা নিয়ে তিনি করোনাকে জয় করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin