শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন


সিলেটে কাল থেকে সকল রোডে চলবে গণপরিবহন : ভাড়া বাড়লো ৬০ শতাংশ

সিলেটে কাল থেকে সকল রোডে চলবে গণপরিবহন : ভাড়া বাড়লো ৬০ শতাংশ


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট
আজ রোববার থেকে সারা দেশে চালু হলেও সিলেটে বাসসহ গণপরিবহন চলাচল শুরু করবে আগামীকাল সোমবার (১ জুন)। গতকাল শনিবার এ সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।

আর আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারিকৃত গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ার প্রজ্ঞাপনটিও মানা হবে বলে নিশ্চিত করেন তিনি। শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আরও বলেন, সিলেটে গণপরিবহন সেক্টরের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামীকাল সোমবার থেকে সিলেটে বাসসহ সকল গণপরিবহন রাস্তায় স্বাস্থ‌্যবিধি মেনেই নামবে।

উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। তবে তাদের দাবি থেকে ২০ ভাগ কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়। গত শনিবার ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিলো বিআরটিএ। পরে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে আজ রোববার (৩১ মে) প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin