শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন


সিলেটে নতুন করে ডাক্তার-ব্যাংকারসহ ৩৬ জনের করোনা শনাক্ত

সিলেটে নতুন করে ডাক্তার-ব্যাংকারসহ ৩৬ জনের করোনা শনাক্ত


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট নতুন করে চিকিৎসক-ব্যাংকার ও সরকারি কর্মকর্তাসহ আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৭ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এদিকে আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জে ১১ জন, বিয়ানীবাজার ৪ জন এবং ওসমানীনগর উপজেলার ১ জন রয়েছেন।

এদিকে সবশেষ রোববার সুনামগঞ্জের ৩৪ জন আর সিলেটের ৩৬ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮৮৩ জন, সুনামগঞ্জে ৩০৩, হবিগঞ্জে ২০৮ এবং মৌলভীবাজারে ১৫২ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগের ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯, সুনামগঞ্জে ৮০, হবিগঞ্জে ১২৪, মৌলভীবাজারে ৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৫, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin