শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫১ অপরাহ্ন


সিলেট বিভাগে করোনা রোগী ১৬৯৮ : ২৪ ঘন্টায় রোগি বেড়েছে ৭০ জন

সিলেট বিভাগে করোনা রোগী ১৬৯৮ : ২৪ ঘন্টায় রোগি বেড়েছে ৭০ জন


শেয়ার বোতাম এখানে


স্টাফ রিপোর্ট::
সিলেট বিভাগে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত- ১৬৯৮ জন। গত ২৪ ঘন্টায় রোগী বেড়েছে ৭০ জন। সিলেট স্বাস্থ্য বিভাগ এমন তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সিলেট জেলায় ৯৮৮ জন করোনা রোগী রয়েছে। এছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলায় ৩৫০ জন, হবিগঞ্জ জেলায় ২০৮ জন, মৌলভীবাজার জেলায় ১৫২ জন রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট এ বিভাগ।

সিলেট স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে, বিভাগের চার জেলায় এখন পর্যন্ত করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। সুস্থ হয়েছে ৪১৫ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ২৪৫ জন।

সিলেট বিভাগে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৬৬ জন। এদের মধ্যে সিলেটে ৬১৩জন, সুনামগঞ্জে ৪৬১ জন, হবিগঞ্জে ১০৮ জন ও মৌলভীবাজারে ২৮৪ জন।

২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন রয়েছেন ১৪৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৯২জন


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin