শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন


সীমিত হচ্ছে কোয়ারেন্টাইনারদের সংখ্যা মুক্ত ১৯০: যুক্ত ১৯

সীমিত হচ্ছে কোয়ারেন্টাইনারদের সংখ্যা মুক্ত ১৯০: যুক্ত ১৯


শেয়ার বোতাম এখানে

সিলেটে ক্রমেই কমে যাচ্ছে হোম কোয়ারেন্টাইনারদের সংখ্যা। সে সাথে কমে আসছে করোনা সন্দেহের আশঙ্কা। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে মাত্র ১৯ জনকে।

যা আগের দিনের চেয়ে কম। গতকাল হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল ২৬ জনকে। এদিকে ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে সিলেট বিভাগে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৯০ জনকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা।

এ নিয়ে গত ১০ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা ৩ হাজার ৮৮ জনের মধ্যে এখন আছেন ৭৪৭ জন। গতকাল ছিলেন ৯১৮জন।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ১২ জন রয়েছেন। এই সময়ে সিলেট ও হবিগঞ্জে নতুন করে কাউকে কোয়ারেন্টিনে রাখা হয়নি।

আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ৫৭ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ৫১ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin