শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন


সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় রূপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় রূপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে ৫ হাজার ভারতীয় রুপিসহ মো: রমজান আলী (২৪) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা।

বিজিবির হাতে আটক হুন্ডি ব্যবসায়ী জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামের মৃত পাশান আলী ছেলে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানাযায়, আজ বুধবার ৮ ডিসেম্বর বেলা ১১ টার সময় বিরেন্দ্রনগর বিওপির হাবিলদার মো: আব্দুর রহিম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৩/৪-এস এর এলাকার তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগারছড়া নামক স্থান থেকে হুন্ডি ব্যবসায়ী রমজান আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করে। আটককৃত মালামালের সিজার মূল্য ৫,৬৫০ টাকা (১.১৩ টাকা হারে)।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin