শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন


সৌদি আরবকে বড়সড় ‘ধাক্কা’ দিলেন জো বাইডেন

সৌদি আরবকে বড়সড় ‘ধাক্কা’ দিলেন জো বাইডেন


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষমতা গ্রহণ করার কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবকে বড়সড় ‘ধাক্কা’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।বাইডেন বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করে গিয়ে ঘোষণা দিয়েছেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ হচ্ছে তার প্রশাসনের।

এরফলে গত ছয় বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা আর পাচ্ছে না দেশটি।সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি উল্টে দিয়ে বাইডেন ঘোষণা করেন, এই যুদ্ধের ইতি টানতে হবে।

তিনি আরো বলেন, ‘আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রিসহ আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিচ্ছি।’তবে সৌদি আরবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।

জো বাইডেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা বিশ্ববাসীকে জানিয়ে দিন আমেরিকা কূটনীতির টেবিলে ফিরে এসেছে।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin