শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন


হিজবুল মুজাহিদিনের পোস্টারে কাশ্মিরে বিক্ষোভের ডাক

হিজবুল মুজাহিদিনের পোস্টারে কাশ্মিরে বিক্ষোভের ডাক


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক :
জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান-সংবলিত পোস্টার ছড়িয়ে পড়েছে। পোস্টারে বিদ্রোহী সংগঠন হিজবুল মুজাহিদিনের নামে সবাইকে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় জম্মু-কাশ্মির পুনর্বিন্যাস বিল। মঙ্গলবার (২৭ আগস্ট) ছিল উপত্যকায় ধরপাকড় ও বিধিনিষেধ আরোপের ২২তম দিন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে ভারতের পুলওয়ামায় পোস্টারের মাধ্যমে হাজির হয়েছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। জম্মু-কাশ্মিরে এ সংগঠনের আন্দোলন অব্যাহত রয়েছে এবং কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে পোস্টারগুলো ছড়ানো হয়।

পুলওয়ামা হলো জম্মু-কাশ্মিরের সেই জেলা শহর, এ বছর ফেব্রুয়ারিতে যেখানে সিআরপিএফ গাড়িবহরে আত্মঘাতী হামলা চালিয়ে ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪০ সদস্যকে হত্যা করা হয়েছিল। জেলার কয়েকটি গ্রামে ছড়িয়ে দেওয়া পোস্টারের মাধ্যমে সর্বস্তরের মানুষকে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin