মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন


ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে : আইজিপি

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে : আইজিপি


শেয়ার বোতাম এখানে

ঈদের খুশি সবার সাথে ভাগ করে নেয়ার উপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেছেন, ঈদের আনন্দ উদযাপনের অধিকার রয়েছে সবার। ঈদের আনন্দ যাতে সকল মুসলমান ভাগ করে নিতে পারে সে জন্য জাকাত, ফিতরাসহ নানা রকম ব্যবস্থা ইসলাম ধর্মে রয়েছে। আমাদের যার যা সামর্থ আছে তা নিয়ে এগিয়ে আসতে হবে। গরীব, অসহায় দুখীদের ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিতে হবে।
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) হবিগঞ্জের বানিয়াচংয়ে অসহায় গরীবদের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন। জনকল্যাণ মূলক সংস্থা ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। আইজিপি এই সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য। সংস্থার অস্থায়ী কার্যালয় খান বাড়ি, চৌধুরী পাড়া, বানিয়াচং, হবিগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে অনলাইনে ভার্চ্যুয়ালি আরও যুক্ত হন রাজনীতিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন ও আলেমে দীন মাওলানা হাসান আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজনীতিবিদ মোহাম্মদ আক্কাছ খান, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আহাদ খান, সহ সভাপতি জিল্লুর রহমান খান জুয়েল, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ খান, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ খান, দপ্তর ও অফিস সম্পাদক মো আছাদ খান, কার্যনির্বাহী সদস্য আজিজুল ইসলাম খান বাবু, সাধারণ পরিষদ সদস্য রোকেয়া খাতুন, জাহানারা বেগম, ইসমত আরা বেগম, হালিমা আখতার পারভিন, তুহিন আক্তার চৌধুরী, প্রভাষক হোসনে আরা মোনতাহা কবিতা, মোতাহের হোসেন মোর্শেদ, প্রমুখ। বিজ্ঞপ্তি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin