সোমবার, ০৬ মে ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন


বিশ্বনাথবাসীকে ‘মা মাছ’ না ধরার আহবান

বিশ্বনাথবাসীকে ‘মা মাছ’ না ধরার আহবান


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: দেশীয় জাতের মাছের উৎপাদন বৃদ্ধিতে মাছের বর্তমান প্রজনন সময়ে উপজেলাবাসিকে ‘মা মাছ’ না ধরার আহবান জানানো হয়েছে। সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহবান জানানো হয়।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

সভায় আলোচনায় নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহমান মুসা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ,

উপজেলা প্রকৌশলি মো. আবু সাঈদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা) সফিকুল ইসলাম ভুইয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুস সহিদ,

বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দু বৈদ্য প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin