মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন


সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আ*গুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আ*গুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

হাইভোল্টেজের তার ছিঁড়ে সিলেটের কুমাগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়‌। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া ৯টায় কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। আগুন লাগার পরই ওই কেন্দ্রের ৫টি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin