রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন


বানিয়াচংয়ে শান্তিপূর্ণভাবে হেফাজতের হরতাল পালন

বানিয়াচংয়ে শান্তিপূর্ণভাবে হেফাজতের হরতাল পালন


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বাংলাদেশ হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল সারা দেশের ন্যায় সর্বত্র পালন করা হয়েছে।

২৮ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করা হয়।

উপজেলা সদরের সঙ্গে জেলা সদর ও উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যোগাযোগ বন্ধ ছিলো।

এ সময় সকল প্রকার যান চলাচল সহ হাট-বাজারের দোকান পাট বন্ধ রাখা হয়।

সকাল ৬টা থেকে বানিয়াচং সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে হরতাল সমর্থকরা টায়ারে অগ্নি সংযোগ করে প্রতিরোধ তৈরি করেন এসময় বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে।

দুপুর ১২ টায় উপজেলা সদরে ও গ্যানিংগঞ্জ বাজারে হরতাল সমর্থনে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা সদরে মাওঃ অাব্দুল বাসিত অাজাদ (বড় হুজুর)’র সভাপতিত্ব বক্তব্য রাখেন মাওঃ অাব্দুল ওয়াদুদ, মাওঃ ডাঃ বশির অাহদ, মাওঃ শফিকুর রহমান, মাওঃ মশিউর রহমান, মাওঃ মুনতাসির অাহমেদ সুহান ও গ্যানিংগঞ্জ বাজার পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মাওঃ মুখলিছুর রহমান সভাপতিত্ব বক্তব্য রাখেন মাওঃ অাব্দুল জলিল ইউসুফী, মাওঃ ইকাবল হোসাইন, মাওঃ শেখ বশির অাহমদ, মাওঃ ফারুক অাহমদ অানসারী, মুফতি অাহমদ অালী, মুফতি অামীর অাহমদ, মাওঃ সিরাজুল ইসলাম ও মাওঃ অাবু বক্কর প্রমুখ।

বানিয়াংয়ে জনদূর্ভোগের কথা চিন্তা করে সকাল সন্ধ্যার পরিবর্তে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin