শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন


বিশ্বনাথে মুক্তিযোদ্ধাকে সমাজচ্যুত করায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের প্রতিবাদ

বিশ্বনাথে মুক্তিযোদ্ধাকে সমাজচ্যুত করায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের প্রতিবাদ


শেয়ার বোতাম এখানে

সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীকে সমাজচ্যুত করায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার পৃথক বিবৃতিতে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী ও যুগ্ম আহবায়ক আলতাব হেসেন এবং উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

এছাড়া পৃথক বিবৃতিতে আরও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী আমির আলী ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী ও সাধারন সম্পাদক আব্দুল হান্নান বদরুল।

এদিকে, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজির আহমদও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে তারা বলেন, দেশ মাতৃকার জন্য যিনি নিজের জীবন বাজী রেখে আমাদেরকে এনে দিয়েছেন একটি স্বাধীন বাংলাদেশ। সেই জাতীর শ্রেষ্ট সন্তানকে বিএনপি-জামায়াতের অনুসারীরা সমাজচ্যুত করে যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গত ২৮ মার্চ উপজেলার শ্রীধরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. ইন্তাজ আলীকে অন্যায়ভাবে সমাজচ্যুত করা হয়। গত রোববার ৭ জনকে অভিযুক্ত করে সিলেট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তিযোদ্ধা। বিজ্ঞপ্তি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin