রবিবার, ০৫ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন


ভাতার টাকা নিয়ে প্রতিবন্ধীর সঙ্গে প্রতারণা : প্রতারক আটক

ভাতার টাকা নিয়ে প্রতিবন্ধীর সঙ্গে প্রতারণা : প্রতারক আটক


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

প্রতারকের কবলে পড়ে ভাতার পাঁচ হাজার টাকা খোয়া যায় শারীরিক প্রতিবন্ধী আকছেদ মোল্যার। পরে স্থানীয় সাংবাদিকের সহায়তায় ওই প্রতারককে আটক করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। টাকা ফেরত পেয়ে দারুণ খুশি আকছেদ মোল্যা। তিনি বলেন, ‘আল্লাহ সাংবাদিক গেরে বাঁচায় রাহুক। ’

মহম্মদপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাজী জয়নুর রহমান জানান, উপজেলার মান্দার বাড়িয়া গ্রামের আলমগীর হোসেন ভাতা চালু রাখতে চিকিৎসা সনদ উঠাতে প্রতিবেশী ঝামা গ্রামের আকছেদ মোল্যার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন।

ব্যাংকে এসে ভাতার টাকা তোলার পর ওই প্রতারক টাকা নিয়ে যায়। তখন আকছেদ ব্যাংকের বারান্দায় বসে কান্নাকাটির সময় বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।
আকছেদের দেওয়া তথ্যানুযায়ী মহম্মদপুর উপজেলায় কর্মরত সাংবাদিক মাহামুদুননবী, মাসুদ রানা ও জালালউদ্দিন হাককানি অভিযুক্ত ব্যক্তিকে পেয়ে উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যান।

পরে মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ রাসেল ভ্রাম্যমাণ আলাদতের মাধ্যমে প্রতিবন্ধী আকছেদ মোল্যার ভাতার পাঁচ হাজারসহ পূর্বে প্রতারিত আরও তিনজনের মোট ১৫ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেন। পাশাপাশি দোষ স্বীকার করায় প্রতারক আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

প্রতারক আলমগীর ঝামা গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি ঝামা সিনিয়র ফাজিল মাদ্রাসার গ্রন্থাগারিক পদে কর্মরত বলে জানা গেছে।

মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin