রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন


শাবি’র গবেষণাকেন্দ্রে পূবালী ব্যাংকের ১৫লক্ষ টাকার চেক প্রদান

শাবি’র গবেষণাকেন্দ্রে পূবালী ব্যাংকের ১৫লক্ষ টাকার চেক প্রদান


শেয়ার বোতাম এখানে

শাবি সংবাদদাতা:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রে ১৫ লক্ষ টাকার অনুদান চেক প্রদান করেন পূবালী ব্যাংক।

সোমবার(১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের-২ এর সিন্ডিকেট সভাকক্ষে পূবালী ব্যাংক লিমিটেড কতৃক এ গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সামগ্রিকভাবে সারাদেশে সুশাসন, শিক্ষা, গবেষনা ও উন্নয়নের মাপকাঠিতে দেশ সেরা আমাদের এ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো এগিয়ে নিতে পূবালী ব্যাংকের এই অনুদান অতীতের মতো কার্যকরী ভুমিকা রাখবে। ইতোমধ্যে ২০২০- ২১ অর্থবছরে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের প্রতিটি গবেষনা টার্নএটইন সফট্ওয়ার দ্বারা পরীক্ষিত । এখানে প্লেগারিজম হওয়ার কোনো সুযোগ নেই।

এ সময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.মো . রাশেদ তালুকদার,পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এরশাদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, পূবালি ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক মো.মশিউর রহমান খান, উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পূবালী ব্যাংক শিবগঞ্জ শাখার ম্যানেজার এস এম মহিদুল ইসলাম, সিনিয়র অফিসার রাজু আহমেদ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin