শনিবার, ১১ মে ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন


আজমিরীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আজমিরীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আলসী রাণী দাস (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সাথে ঋতিকা রাণী দাস (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাকালিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আলসী রাণী দাস বদলপুর ইউনিয়নের কৈয়াগোপী (কাটাকালি) গ্রামের মৃত মদন মোহন দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বদলপুরের নদীপুরের বাসিন্দা প্রসেন্দ্র দাসের পুত্র মোটর সাইকেল চালক সুকেশ দাস বদরপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার থেকে ভাড়ায় যাত্রী নিয়ে আজমিরীগঞ্জে সদরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কৈয়াগোপী নামক স্থানে পৌঁছামাত্র অতিরিক্ত গতির কারণে বৃদ্ধা আলসী রাণী দাস ও শিশু ঋতিকা দাসকে চাপা দেয়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হন আলসী রাণী দাস। এছাড়া শিশু ঋতিকা দাস গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাৎক্ষণিক দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলসী রানী দাসকে মৃত ঘোষণা করেন ও শিশু ঋতিকাকে চিকিৎসার হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় উত্তেজিত জনতা চালক সুকেশ দাসকে আটক করলেও এর কিছুক্ষণ পরপরই অদৃশ্য ফোন কলে সুকেশ দাসকে ছেড়ে দিয়ে মোটরসাইকেলটি আটক করা হয়।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুকেশ দাস মোটরসাইকেল নিয়ে দুপুর ২টার দিকে উল্লেখিত স্থানে বেপরোয়া গতিতে এসে শিশু ঋতিকাকে ধাক্কা দিয়ে কিছুদূর যাওয়ার পর বৃদ্ধা আলসী রানী দাসকেও ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি গর্তে ফেলে দেয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলসী রানী দাসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃত আলসী রানী দাসের ভাই বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, আসামী পলাতক রয়েছে। মোটর সাইকেলটি আটক করে থানা নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি নুরুল ইসলাম।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin