প্রকাশিত

০৪/১১/২০২৫ ১১:৫৩:০০ AM

সিলেট জুড়ে

ফয়সল চৌধুরীসহ আলোচিত নেতারা বাদ পড়লেন

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ১১:৫৩:০০ AM

ছবি: শুভ প্রতিদিন ০৪-১১-২০২৫ ইং।

সারা দেশের সঙ্গে সিলেটের ৬টি আসনের মধ্যে ঘোষিত ৪টিতে মনোনয়ন থেকে বাদ পড়েছেন আলোচিত কয়েকজন নেতা। এদের মধ্যে ফয়সল চৌধুরীসহ অনেকেই রয়েছেন। আর এ নিয়ে সিলেটজুড়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও চলছে নানা গুঞ্জন। কেন কি কারণে বাদ পড়লেন এসব নেতারা তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ আলোচনা সমালোচনা। সিলেট-১ (সদর) আসনে ঘটা কর ক'দিন আগে নির্বাচনী যুদ্ধে নামার ঘোষণা দেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল ঘোষিত তালিকায় এই আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ইলিয়াস পত্নী লুনার সঙ্গে হঠাৎ আলোচনায় উঠে আসেন বিএনপির নব নিযুক্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি মনোনয়ন পাননি। সিলেট-৩ (দক্ষিন সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে দলীয় মনোনয়নের জন্য প্রাথমিক ভাবে নাম এসেছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের। ব্যারিস্টার আব্দুস সালাম, আবদুল কাইয়ুম চৌধুরী, আব্দুল আহাদ খান জামালসহ অনেক নেতাই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা সম্প্রতি শোডাউনও করেন। সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি গতকাল। এখানে আরিফুল হক চৌধুরী, মিফতাহ সিদ্দিকী, আব্দুল হাকিম চৌধুরী, হেলাল উদ্দিন আহমদসহ অনেকেই মনোনয়ন চেয়ে কাজ করেছেন। সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মামুনুর রশীদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলু, মাহবুবুল হক চৌধুরী, ফাহিম আল ইসহাক চৌধুরীর নাম মনোনয়ন তালিকায় নেই। এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। এই আসনটি জোট প্রার্থিকে দেয়া হতে পারে এমন গুঞ্জন রয়েছে ভোটের মাঠে। সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এখানে সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ফয়সল আহমদ চৌধুরী, তাঁর নাম আসেনি গতকালের প্রার্থী তালিকায়। এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যফেয়ার্স কমিটির সদস্য অহিদ আহমদ, আদিবা হোসেন, সাবিনা খান, হেলাল খান, তামিম ইয়াহইয়াসহ একাধিক নেতা। দলের বাঘা বাঘা নেতাদের শোডাউন আর ব্যাপক তৎপরতায় অনেক আসনে মনোনয়ন প্রাপ্তি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছিলো। যা গতকালের ঘোষণার অবসান হযেছে। তবে শেস পর্যন্ত প্রাথমিকভাবে ঘোষিত এ তালিকায় কোথাও কোনো পরিবর্তন আসে কিনা সে আশায়ও রয়েছেন অনেক প্রার্থী।