প্রকাশিত

০৪/১১/২০২৫ ১১:৫৯:০০ AM

সিলেট জুড়ে

রিকশা ভাড়া নির্ধারণের আগে গণশুনানী প্রয়োজন

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ১১:৫৯:০০ AM

ছবি: শুভ প্রতিদিন ০৪-১১-২০২৫ ইং।

রিকশাভাড়া নির্ধারণের আগে গণশুনানী প্রয়োজন এমন মন্তব্য করেছেন সিলেটের নাগরিক সমাজ। যাত্রী এবং মালিক চালকদের সঙ্গে আলাপকালে তারা শুভ প্রতিদিন'কে এমনটি জানিয়েছেন। এসএমপি কর্তৃক খসড়া ভাড়ার প্রস্তাবিত তালিকা প্রকাশের পর শুভ প্রতিদিন নগরীতে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া গ্রহণ করলে তারা এ মতামত দেন। পাশাপাশি কিলোমিটার হারে ভাড়া নির্ধারণ করলে যাত্রী চালক সবাই ন্যায্যতা পাবে এমনটি আশা বাদ ব্যক্ত করেছেন তারা। নগরে চলাচলরত প্যাডেল চালিত রিকশার নতুন ভাড়া প্রস্তাব করেছে সিলেট মহানগর পুলিশ। এর পর থেকে নগরীর সাধারণ যাত্রী ও রিকশা চালকদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ তালিকা প্রকাশের পর নগরের কুয়ারপারের ব্যবসায়ী যাত্রী তাফদিল আহমেদ বলেন, ভাড়া এভাবে নির্ধারণের বদলে কিলোমিটারের ভিত্তিতে করা উচিত। জিন্দাবাজার থেকে লামাবাজার ৩০ টাকা হলেও দূরত্ব অনেক কম, আবার শাহী ঈদগাহের ভাড়া ৪০ টাকা, যেখানে আপ টেনে উঠতে হয় বা আম্বরখানা ঘুরে আসতে হয়। দূরত্ব ও পরিশ্রম অনুযায়ী আরও সাবধানতার সঙ্গে ভাড়া নির্ধারণ করা হোক। তাছাড়া সকল শ্রেণী পেশার মানুষের মতামত নিলে ভালো হয়।
গোলাম রাব্বানি নামের একজন যাত্রী বলেন, জিন্দাবাজার থেকে লামাবাজার ৩০ টাকা আবার ভাতালিয়া ও ৩০ টাকা! দূরত্ব ও পরিশ্রমের দিক থেকে এটি সঠিক নয়। পয়েন্ট টু পয়েন্ট ভাড়ার চার্ট করলে আরও ভালো হবে। শ্যামল নামের আরেকজন বলেন, কোথাও বেশি কোথাও কম। প্রথম ১ কিলোমিটার ২০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ১০ টাকা হিসেবে করা যেতে পারে।

তাঁর সাথে রাজিব খান নামের আরেকজন বলেন যোগকোর্ট পয়েন্ট থেকে জল্লারপাড়া, জিন্দাবাজার টু কাজিটুলা আগে ২০-৩০টাকা ছিল, এখন ৪০-৫০-৬টাকা। অটোরিকশা বন্ধ হওয়ার পর থেকে ভাড়া খুব বেশি বাড়ানো হয়েছে।
সাধারণ মানুষ হিসেবে এটা খুব বেশি মনে হচ্ছে। রিকশা চালক হাসান মিয়া বলেন, আমরা তো ভাড়ার তালিকা পাইনি। যদি কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করে থাকে সেক্ষেত্রে আমরা সেভাবেই ভাড়া নেব। ভাড়া বৃদ্ধি সংক্রান্ত তথ্য জানালে তিনি বলেন, কিছু জায়গায় পরিবর্তন করতে হবে। অনেক জায়গায় কম দূরত্বে বেশি ভাড়া, আবার যেখানে দূরত্ব বেশি যেখানে ভাড়া কম। আমাদের দিকে খেয়াল রেখে কর্তৃপক্ষ যেন ভাড়া সমন্বয় করেন সেই দিকটা খেয়াল রাখতে হবে।
অন্য চালক ফারুক আলী বলেন, নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া ১০ টাকা ঠিক আছে। তবে কিছু রুটে পরিশ্রম অনুযায়ী ভাড়া বেশি, যা নিয়ম অনুযায়ী সমন্বয় করা উচিত।
সিলেট নগরের রিকশা ভাড়া সংক্রান্ত ব্যাপারে জানতে চাওয়া হলে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী শুভপ্রতিদিন'কে বলেন, এসব ব্যাপারে সকলের মতামত নেয়া উচিত। তাই গণশুনানী করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত।