ছবি: ।
ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড দীর্ঘ বছর ধরে লোকসানে রয়েছে। চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির লোকসানের বোঝা বেড়েছে প্রায় আড়াই গুণ। আলোচিত ৯ মাসে এনবিএফআই প্রতিষ্ঠানটির নিট লোকসান হয়েছে প্রায় ১৪৯ কোটি টাকা।
রোববার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সার সংক্ষেপ বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।
সার সংক্ষেপ অনুযায়ী, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান ৬ টাকা ৭১ পয়সা হারে নিট লোকসান হয়েছে ১৪৮ কোটি ৮৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ২ টাকা ৮৬ পয়সা হারে নিট লোকসান হয়েছিল ৬৩ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে আলোচিত ৯ মাসে কোম্পানির নিট লোকসান বেড়েছে ৮৫ কোটি ৩৮ লাখ টাকা বা ৫৭ দশমিক ৩৭ শতাংশ (২ দশমিক ৩৫ গুণ)।
দীর্ঘ বছরের লোকসানে কোম্পানির রিজার্ভ ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩১ কোটি ৩১ লাখ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানির সংরক্ষিত মুনাফা তহবিলে ঘাটতির পরিমাণ ৫ হাজার ১১২ কোটি ২১ লাখ টাকা। আর শেয়ারহোল্ডার ইক্যুইটির বিপরীতে মোট ঘাটতি রয়েছে ৪ হাজার ৮৪৪ কোটি ৭৯ লাখ টাকা, যা শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হিসেবে ২১৮ টাকা ৪২ পয়সা ঋণাত্মক। অর্থাৎ কোম্পানির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ ঘাটতি রয়েছে ২১৮ টাকার বেশি।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। যার বিপরীতে শেয়ার সংখ্যা ২২ কোটি ১৮ লাখ। এর মধ্যে ৩৬ দশমিক ৫২ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯২ শতাংশ এবং কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪১ দশমিক ৫৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই কোম্পানিটিসহ ৯টি এনবিএফআই প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যদি, এমন পরিস্থিতিতে ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়, তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেয়ারহোল্ডাররা কিছুই পাবেন না। তবে, বাংলাদেশ সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে পারে।
শুভ প্রতিদিন/এমকে