প্রকাশিত

১২/১১/২০২৫ ১১:৪৩:৩০ পূর্বাহ্ন

খেলাধুলা

সিলেট টেস্টে দুর্দান্ত শুরু বাংলাদেশের, ওপেনারদের ব্যাটে ঝড়ো ফিফটি

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১১:৪৩:৩০ পূর্বাহ্ন

ছবি: ।

দিনের খেলা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় আয়ারল্যান্ডের অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সফরকারী আইরিশরা প্রথম ইনিংসে থেমেছে ২৮৬ রানে।
নিজেদের ইনিংসের শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন দুই স্বাগতিক ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনেই তুলে নিয়েছেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে দলীয় রানও দ্রুত একশ পেরিয়েছে।
২০ ওভার ৪ বলেই ১০০ রান স্পর্শ করে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ। সাদমান ৪৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় পূর্ণ করেন তার সপ্তম টেস্ট ফিফটি। অপরপ্রান্তে জয় ৭২ বলে ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে পঞ্চম টেস্ট ফিফটি তুলে নেন।
এর আগে শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে না থাকা মাহমুদুল হাসান জয় এই সিরিজ দিয়েই দলে ফিরেছেন, আর ফিরেই ব্যাটে এনে দিয়েছেন দারুণ সূচনা। সাদমানের দ্রুত রান তোলা আর জয়ের স্থিরতা—এই জুটির সামনে এখনো পর্যন্ত সুবিধা করতে পারছে না কোনো আইরিশ বোলারই। এখন পর্যন্ত প্রতিটি বোলারই ৪.৩–এর বেশি ইকোনমি রেটে রান দিয়েছেন।
প্রথম সেশনের শেষে ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান।
এর আগে দিনের শুরুতে মাত্র ১৫ মিনিটে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে দেয় বাংলাদেশ। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ মিলে তুলে নেন অবশিষ্ট দুই উইকেট। আইরিশদের পক্ষে পল স্টার্লিং ৬০, ক্যাড কারমাইকেল ৫৯, কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, ম্যাককার্থি ৩১ ও জর্ডান নেইল ৩০ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট, আর নাহিদ রানা নেন একটি উইকেট।

শুভ প্রতিদিন/এমকে