সিলেটে বাংলাদেশের রেকর্ড রান, ইনিংস হারের শঙ্কায় আয়ারল্যান্ড
প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৫:১৪:২৫ অপরাহ্ন
ছবি: ।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। দেশের মাটিতে টেস্টে রেকর্ড রান সংগ্রহের পর তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীদের একেবারে কোণঠাসা করে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল। ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ—যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এবং দেশের মাটিতে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯৫ রান ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এবার সেটি ছাড়িয়ে নতুন মাইলফলক গড়েছে টাইগাররা।
প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করেছিল ২৮৬ রান। ফলে ৩০১ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেই টাইগার বোলারদের দাপটে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। দিন শেষে ৫ উইকেটে মাত্র ৮৬ রান তুলতে পেরেছে তারা। এখনো ২১৫ রানে পিছিয়ে থেকে ইনিংস হারের আশঙ্কায় আয়ারল্যান্ড।
দিনের শুরুতে আয়ারল্যান্ডের ইনিংসে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। মাত্র ১৪ রানে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। এরপর পল স্টার্লিং ও হ্যারি টেক্টর ইনিংস মেরামতের চেষ্টা করলেও ৪৭ রানের জুটি ভাঙে শান্তর সরাসরি থ্রোয়ে। স্টার্লিং ৪৩ রানে ফিরে গেলে বাকিদের কেউই আর দাঁড়াতে পারেননি। তাইজুল ইসলাম এলবিডব্লিউ করেন হ্যারি টেক্টরকে (১৮), এরপর হাসান মুরাদ টানা দুই ওভারে তুলে নেন কুর্টিস ক্যাম্ফার (৫) ও লরকান টাকারকে (৯)। অ্যান্ডি ম্যাকব্রাইন (৪*) ও নাইটওয়াচম্যান ম্যাথু হামফ্রেস (০*) অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
এর আগে ব্যাট হাতে ছিল বাংলাদেশের রাজত্ব। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন অনবদ্য ১৭১ রানের ইনিংস—২৮৬ বলের এই ইনিংসে ছিল ১৪ চার ও ৪ ছক্কা। এটি ঘরের মাঠে তার প্রথম এবং ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন দারুণ এক সেঞ্চুরি (১০০), সাদমান ইসলাম ও মুমিনুল হক করেছেন হাফসেঞ্চুরি।
বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই পঞ্চাশের ঘর পেরিয়েছেন—যা টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের টপ-অর্ডারের চার ব্যাটারের সবার ফিফটি ছোঁয়ার ঘটনা। এছাড়া প্রথমবারের মতো সিলেট ভেন্যুতে পাঁচশোর বেশি রান তুলেছে বাংলাদেশ। এর আগে এখানে তাদের সর্বোচ্চ ছিল ৩৩৮।
শুভ প্রতিদিন/এমকে