সিলেটে ডিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় জিরাসহ দুইজন গ্রেপ্তার
প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০১:৪৭:৫০ অপরাহ্ন
ছবি: ।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে। এ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া এলাকার পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে এসব জিরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান (৩০) এবং গোয়াইনঘাট উপজেলার লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ (২৭)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির অভিযানে দাসপাড়া এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ১২৮ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭২ হাজার টাকা। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে