প্রকাশিত

০১/১২/২০২৫ ১০:৫৫:৩০ পূর্বাহ্ন

খেলাধুলা

সিলেট টাইটান্সে এবার খেলবেন যারা

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১০:৫৫:৩০ পূর্বাহ্ন

ছবি: ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম।
এবারের নিলামে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ব্যাটার নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এছাড়া শক্ত দল গড়েছে সিলেট টাইটান্স। দলে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সায়েম আইয়ুব ও মোহাম্মদ আমির।
নিলাম থেকে সিলেট টাইটান্স এর দলে যোগ দিয়েছেন আরও ১৫ জন ক্রিকেটার। তারা হলেন, পারভেজ হোসেন ৩৫ লাখ টাকা, খালেদ আহমেদ ৪৭ লাখ টাকা, আফিফ হোসেন ২২ লাখ টাকা, রনি তালুকদার ২২ লাখ টাকা, জাকির হাসান ২২ লাখ টাকা, রুয়েল মিয়া ২৩ লাখ টাকা. আরিফুল ইসলাম ২৬ লাখ টাকা, ইবাদত হোসেন ২২ লাখ টাকা, শহিদুল ইসলাম ১৪ লাখ টাকা, রাহাতুল ফেরদৌস জাভেদ ১৪ লাখ টাকা, তৌফিক খান তুষার ১৪ লাখ টাকা, মুমিনুল হক ২২ লাখ টাকা, রবিউল ইসলাম রবি ১১ লাখ টাকা।
এছাড়াও বিদেশী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৫ হাজার ডলার, অ্যারন জোন্স ২০ হাজার ডলার।
নিলাম শেষে দলগুলো এখন স্কোয়াড সাজানোর চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট।

শুভ প্রতিদিন/এমকে