প্রকাশিত

০২/১১/২০২৫ ০৬:০৯:০০ PM

প্রবাস

বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সুইডেনে সেমিনার

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৬:০৯:০০ PM

ছবি: বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সুইডেনে সেমিনার।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে এগিয়ে আসতে চান নর্ডিক দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশী চিকিৎসক গবেষকরা। কাজে লাগাতে চান নিজস্ব অভিজ্ঞতা এবং নর্ডিক দেশগুলোর স্বাস্থ্যখাত উন্নয়নের গবেষনা। সেই লক্ষ্য নিয়ে সুইডেনে অনুষ্ঠিত হলো সাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা সেমিনার। ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবং নর্ডিক ফোরাম অব বাংলাদেশী একাডেমিশিয়ানস অ্যান্ড রিসার্চার্স এর যৌথ উদ‍্যোগে সেমিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত মিসেস ওয়াহিদা আহমেদ।
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের সকল নাগরিকের জন্য একটি জনকেন্দ্রিক, সর্বজনীন, ন্যায়সঙ্গত, অ্যাক্সেসযোগ্য এবং উচ্চমানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৩৩টি সুপারিশ পেশ করে। তার মধ‍্যে সাতটি গুরুত্বপূর্ণ খাতের উপর নিজস্ব গবেষনার তথ‍্য উপাত্ত এবং কার্যকারিতা তুলে ধরেন ড. সৈয়দ মোশফিকুর রহমান,ড. রাসেল আল-আমিন,অধ্যাপক জাহাঙ্গীর খান এবং অধ্যাপক গাজী সালেহ উদ্দিন।প্যানেলিস্ট অধ্যাপক রুমানা হক এবং ড. বার্গার ফোর্সবার্গের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ক্লাস রেনবার্গ। সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ড. হাবিব সাকিল।