শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক পদে লেখক-সাংবাদিক ফয়ছল আলমের যোগদান
প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৬:৪৯:০৭ PM
ছবি: Md. Faisal Alam।
সিলেটের বহুল প্রচারিত দৈনিক শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক পদে যোগদান করলেন সিলেটের সিনিয়র সাংবাদিক মো. ফয়ছল আলম। শনিবার ( ১ নভেম্বর) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান ) কয়েস লোদী) তাকে এ পদে নিযুক্ত করেছেন।
সাংবাদিক মো. ফয়ছল আলম তিন দশকের বেশী সময ধরে সিলেটে সাংবাদিকতা করছেন। তিনি দৈনিক খবর, ভোরের কাগজ, দৈনিক জনতা’য় কাজ করেছেন সিলেটে। এছাড়া এছাড়া গত ৩০ বছরে দৈনিক জালালাবাদ, সবুজ সিলেট, সিলেট প্রতিদিন, সিলেট সুরমা, সিলেট মিরর-মানচিত্র'তে কাজ করেছেন। দৈনিক সিলেট সুরমা’য় তিনি প্রধান বার্তা সম্পাদক ছিলেন। অন্য পত্রিকাগুলোতেও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিসন দৈনিক জৈন্তাবার্তা'র নির্বাহী সম্পাদক এর সবুজ সিলেট এর বিভাগীয় সম্পাদক ( মাল্টিমিডিয়া) হিসেবে দায়িত্ব পালন করেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ' পত্রিকায় তিনি প্রায় ১০ বছর উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুসন্ধানী এ সাংবাদিক মুক্তিযুদ্ধ, ভ্রমণ, বরেণ্যদের জীবনীসহ একাধিক গ্রন্থ লিখেছেন ও সম্পাদনা করেছেন। তিনি সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে একাধিকবার নির্বাচিত হয়েছেন।
মো. ফয়ছল আলম তাকে নিয়োগ দেয়ায় শুভ প্রতিদিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর দায়িত্ব পালনে এখানে অতীতের মতো সকল মহলের সহযোহিতা কামনা করেছেন।