সুইডেনে স্কুগুস রাকেটারসের উদ্যোগে ব্যাটমিন্টন প্রতিযোগিতা
প্রকাশিত: ২০/১০/২০২৫ ০৯:৫০:২৭ AM
ছবি: ।
সুইডেনে স্কুগুস রাকেটারসের উদ্যোগে ব্যাটমিন্টন প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল দশটা থেকে শুরু হওয়া দ্বৈত এ ব্যাটমিন্টন প্রতিযোগিতায় সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে নারী পুরুষ শিশু সহ আটান্নটি দল অংশগ্রহণ করে।
বিভিন্ন ক্যাটাগরি অনুষ্ঠিত দিনব্যাপি খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসীরা। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুতাবাসের ফাস্ট সেক্রেটারি রেহানা পারভীন।
রেহানা পারভীন তার বক্তব্যে বলেন এ ধরণের খেলা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন তৈরী করবে।
ক্লাব এর প্রধান নির্বাহী এবং প্রধান আয়োজক শাহাদাত হোসেন কাইজার বলেন কমিউনিটিকে সু- শৃঙ্খল পরিবেশ দিতে আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে। দিনব্যাপি খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহযোগিতায় থাকা বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্টানের প্রতিনিধি ও বাংলাদেশ দুতাবাসের ফাস্ট সেক্রেটারি রেহানা পারভীন।