নগরীর মানুষ এখন তাদের পর্যাপ্ত উন্নয়ন চায়: মাও. হাবিবুর রহমান
প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৮:২৫:২০ অপরাহ্ন
ছবি: ।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটে এতদিন ধরে বলা হয়েছিল উন্নয়নের জায়গা নেই। সব উন্নয়ন হয়ে গেছে। কিন্তু, আমরা আজো নানা সমস্যায় আছি। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে ঠিকমতো ঘুমাতে পারছে না মানুষজন।
তিনি বলেন, প্রতিনিয়তই ডেঙ্গুতে ২ জন ৩ জন করে আক্রান্ত হচ্ছেন। ড্রেনেজ ব্যবস্থার প্রতিনিয়ত উন্নয়ন করা হলেও মানুষ শান্তি পাচ্ছে না। এর কোনো সুফল ভোগ করতে পারতেছে না। সিলেট শহর বলেন আর সদর উপজেলা বলেন, সব জায়গায়ই উন্নয়ন হচ্ছে হচ্ছে বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছিল।
গতকাল শুক্রবার বাদ এশা বাংলাদেশ নগরীর ১৬ নং ওয়ার্ডের চারাদিঘীর পার এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, মানুষ এখন এই ধোঁকা থেকে বাঁচতে চায়, মানুষ তার পর্যাপ্ত উন্নয়ন চায়। আপনারা যদি আমাকে নির্বাচিত করে এই উন্নয়ন করার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে কখনো হতাশ করবো না। প্রয়োজনীয় উন্নয়ন করে নগরবাসীর সমস্যা দূর করবো ইনশাআল্লাহ।
চারাদিঘীর পাড় এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ১৬ ওয়ার্ড জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সৈয়দ কাওছার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী সিলেট মহানগর কোতোয়ালি পূর্ব থানার আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার, নায়েবে আমীর নজরুল ইসলাম সোয়েব, ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, মাওলানা আব্দুল খালিক, নিজাম উদ্দিন গিয়াস, তামিম খান, মিলাদ আহমদ প্রমুখ। এসময় ওই এলাকার বিশিষ্ট মুরব্বি যুবক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
শুভ প্রতিদিন/এমকে