প্রকাশিত

০৩/১১/২০২৫ ১১:০৪:০০ AM

সিলেট জুড়ে

সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে রক্তের চাহিদা সমন্বয় নেই কোথাও

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১১:০৪:০০ AM

ছবি: শুভ প্রতিদিন ০৩-১১-২০২৫ ইং।

#ওসমানীতে প্রতিদিন গড়ে দু'শ ব্যাগ লাগে রোগীদের জন্য
# এক বছরে ২৪ হাজার ব্যাগ রক্ত সরবরাহ রেডক্রিসেন্টের
#গ্রুপসহ নানা জটিলতায় ভোগান্তিতে পড়েন রোগীর স্বজনরা


সিলেটে দিন দিন বাড়ছে নানা রোগে আক্রান্তদের জন্য রক্তের চাহিদা। সিলেটের সরকারী-বেসরকারী হাসপাতাল গুলোতে প্রতিদিন প্রায় হাজার ব্যাগ রক্তের চাহিদা রয়েছে। তবে গ্রুপ আর নানা জটিলতার কারণে সাধারণ মানুষকে এ নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ প্রেক্ষিতে রক্ত দাতাদের উৎসাহিত করতে কাজ করছে বিভিন্ন সংস্থা। তবে সমন্বয় না থাকায় কঠিন সময়ে সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। আর এমনি এক পরিস্থিতির মাঝে গতকাল সিলেটে পালিত হয়েছে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের হাসপাতালগুলোয় প্রতিদিন শত শত রোগীর জন্য জরুরি রক্তের প্রয়োজন হয়। তবে রক্তদানে আগ্রহ বাড়লেও রক্তের সরবরাহ এখনও চাহিদার তুলনায় অনেক কম। এতে করে জরুরি অস্ত্রোপচার ও দুর্ঘটনাজনিত রোগীদের চিকিৎসা কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্ত সঞ্চারণ বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ ব্যাগ রক্তের চাহিদা থাকে। এসব রক্ত সংগ্রহে সহায়তা করে সন্ধানী সিলেট ইউনিট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রোগীর আত্মীয়স্বজন। এর বাইরে সিলেট অঞ্চলে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করছে মুজিব জাহান রেড ক্রিসেন্ট ও বিভিন্ন সামাজিক সংগঠন। মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৭০ জন রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান করা হয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ২৪ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে। এছাড়া এখানে নিয়মিত ৩০০-র বেশি থ্যালাসেমিয়া রোগী বিনামূল্যে রক্ত পেয়ে থাকেন। রক্তদান কেন্দ্রটির ইনচার্জ ডা. তাওহীদ আহমদ চৌধুরী বলেন, আমরা বিভিন্ন সময় ক্যাম্পেইনের মাধ্যমে রক্ত সংগ্রহ করি এবং বিনামূল্যে প্রদান করি। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীরা আমাদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী রক্ত পান। আমাদের কাছে যদি চাহিত গ্রুপের রক্ত মজুত থাকে, সেটি বিনামূল্যে দেওয়া হয়। অন্যদিকে, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজের রক্ত সঞ্চারণ অনুষদের সহযোগী অধ্যাপক ডা. এফ. এম. এ. মুসা চৌধুরী বলেন, রক্তদানে মানুষের আগ্রহ বাড়ছে, তবে এটি এখনও পর্যাপ্ত নয়। অনেক সময় রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া যায় না, শুধু রক্তের অভাবে। তাই রক্তদানে আরও সচেতনতা বাড়াতে হবে। সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন নিয়মিত রক্ত সরবরাহ করে থাকে।